শিশুর সর্দি-কাশি হলে কোন এ্যান্টিবায়োটিক বা কাশির সিরাপের প্রয়োজন নেই। কেবলমাত্র বাড়ীতে মায়ের যত্নেই শিশুকে সুস্থ করে তোলা সম্ভব ।
শিশুর সর্দি-কাশি হলে কি করবেন?
* অসুস্থ শিশুকে বুকের দুধসহ স্বাভাবিক খাবার অল্প করে বার বার খেতে দিন ।
* কাশির জন্য কুসুম গরম পানি, মধু, লেবুর শরবত খেতে দিন।
* শিশুর যেনো ঠান্ডা না লাগে সেদিন লক্ষ্য রাখুন।
* তলর, পানীয় জাতীয় খাবার বেশি করে খাওয়ান।
* সর্দির জন্য নাক বন্ধ হয়ে থাকলে নাক পরিষ্কার করে দিন।
মনে রাখবেন,
* শান্ত অবস্থায় শিশুর ঘন ঘন শ্বাস নিউমোনিয়ার অন্যতম লক্ষন।
* শ্বাস নেয়ার সময় বুকের নিচের অংশ ডেবে গেলে শিশুকে দ্রুত যে কোন নিকটবর্তী হাসপাতালে নিন।
শিশুর যে কোন স্বাস্থ্য সমস্যায় নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যকর্মী ও পরিবার কল্যান কর্মীর সাথে যোগাযোগ করুন।
উপকারি লেখা হলে সবার সাথে শেয়ার করুন। এতোটুকুই আমাদের অনুপ্রেরণা। ভালো থাকবেন।